EIIN

130056

Institution Code

2505

MPO Code

1410041301

Estd Year

1941

#

SUKHOMOY DASH

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

সুধী,
আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই অবগত আছেন যে, একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, আপনার সন্তানকে বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষা দানের জন্য আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সন্তানকে সুষ্ঠু শিক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাদের সহযোগিতা পেলেই আমাদের এ বৃহৎ প্রচেষ্টাকে সফলতার শীর্ষে পৌঁছাতে পারব।

About Us

আমরা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাসামগ্রী ব্যবহার করে পাঠদান করি এবং একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করি, যেখানে সংযোগমূলক অনুশীলন, নিয়মিত পরীক্ষা, সুশৃঙ্খল পাঠদান এবং সর্বোপরি বিজ্ঞানভিত্তিক শ্রেণিকক্ষ কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রম প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় এবং সিলেট শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে পরিচালিত হয়। ফলে এই প্রতিষ্ঠানটি পাঠ্যক্রম এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে চলেছে।

এই প্রতিষ্ঠান আন্তঃবিদ্যালয় ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং অন্যান্য শিক্ষা সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে প্রশংসা অর্জন করেছে।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সর্বোপরি পরিচালনা পর্ষদের দক্ষ ব্যবস্থাপনার সম্মিলিত প্রচেষ্টার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।

আমরা এই প্রতিষ্ঠানকে সিলেট তথা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। অর্জিত ফলাফল ও সুনামের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের লক্ষ্য। আমাদের একমাত্র প্রত্যাশা—প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা।

Statistics

Our Organization At a Glance

05

Classes

478

Students

07

Teachers

07

Staffs

Our Teachers

Student Statistics

Class wise Students

93

Six

93

Seven

106

Eight

96

Nine

90

Ten